Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাব সীমান্তে ২ জনকে হত্যা করেছে বিএসএফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ভারতের পাঞ্জাব রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে দুই অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার বিএসএফ-এর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাঞ্জাবের তারণ তারাণ জেলায় ওই ঘটনা ঘটেছে। বিএসএফ-এর ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে সীমান্তের কাছে সন্দেহভাজন চলাচল তাদের নজরে আসে। এরপর তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হন। বিএসএফ-এর পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয়। কিন্তু তারা সেই সতর্কতা কানেই তোলেনি। ফলে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

২৬ সেপ্টেম্বর, ২০২০
২ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ