বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৭ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)।
নওগাঁ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে শরিফুল ও রতন মিয়া নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ এর সদস্যরা ভারতের কেদারীপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
পরে ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হয়। বিএসএফ বিজিবিকে আরও জানান, তাদের আটকের পর মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, তাদের ফিরিয়ে আনতে একটি পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।