Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘ সুড়ঙ্গ পথ
ইনকিলাব ডেস্ক : সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরানের ব্যয় হয়েছে ১৬ কোটি ডলার। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বৃহস্পতিবার এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন। দীর্ঘ সুড়ঙ্গ পথটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে ভ্রমণ করার জন্য এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। ইরনা।


সিরিয়ায় নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দেরা প্রদেশে সরকারি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনীর ফাঁড়িতে বিদ্রোহীদের হামলার পরই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশের বেসামরিক এলাকায় হামলা চালায় রুশ সমর্থিত আসাদ বাহিনী। ডেরা প্রদেশের আবাসিক স্থাপনা লক্ষ্য করে ভূমি থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সিরীয় বাহিনী। এতে একাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। আল-জাজিরা।


৫ বিলিয়ন ডলারের
ইনকিলাব ডেস্ক : মার্কিন সামরিক জোট ইরাকি সেনাবাহিনীকে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের সমরাস্ত্র দিয়েছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক জোটের মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সামরিক জোটের মুখপাত্র কর্নেল ওয়েনে মোরাতো জানান, কেবল গত সপ্তাহেই ইরাকি নিরাপত্তা বাহিনীকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়া হয়েছে। এ অর্থ ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তার অংশ হিসেবে মার্কিন বাহিনীর তহবিল থেকে ব্যয় করা হয়েছে। আরব নিউজ।


লেবাননের হুঁশিয়ারি
ইনকিলাব ডেস্ক : লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন তার দেশের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না। শুক্রবার লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ