মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসাম বনাম মিজোরাম সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তার রেশ কাটেনি এখনও। শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উচ্চপদস্থ ৬ পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মিজোরাম পুলিশ। এছাড়াও আসামের শতাধিক পুলিসকর্মীর বিরুদ্ধেও লিখিত অভিযোগ করা হয়েছে। মিজো পুলিশের প্রেরিত অন্যান্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে বলপূর্বক আউটপোস্ট দখলের চেষ্টা, নিরীহ মানুষদের অপদস্ত করা, অপরাধমূলক বাহিনীকে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং পরিস্থিতি উত্তপ্ত করে মিজোরামের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা।
এমনকি রোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আসামের পক্ষ থেকে সেটাও বলা হল। আসাম পুলিশের আইজি অনুরাগ আগরওয়াল, কাছাড়ের ডিআইজি দেবচার্য মুখোপাধ্যায়, কাছাড়ের পুলিশ সুপার কে নিম্বলকর এবং ধোলাই থানার ভারপ্রাপ্ত কর্তা শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ভায়ারংটে থানায় একজন পরিদর্শকের অভিযোগে নিবন্ধিত এফআইআর-এ বলা হয়েছে আসাম পুলিশ তাঁবু, এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল শুধু গায়ের জোরে মিজোরামের জায়গা দখল করবে বলে।
আসাম পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষদের লাঠিচার্জ এবং গুলি চালিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছে মিজোরাম। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের জোরামথাঙ্গা দুজনেই জানিয়েছেন এই পরিস্থিতি বজায় থাকুক তারা চান না। তবে গুলি চালানোর ব্যাপারে মিজোরামের অভিযোগ খন্ডন করেছে আসাম।
এদিকে শুক্রবার সকালেই নিজের রাজ্যের বাসিন্দাদের মিজোরাম যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আসাম সরকার। শুক্রবার একটি নির্দেশিকায় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে পরে এই সিধান্ত ফিরিয়ে নেয় আসাম ।
আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের সমস্যার সমাধান করতে বলেছিলেন। সূত্রের খবর, উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও জোরামথাঙ্গা তাঁকে আশ্বাস দিয়েছিলেন। আপাতত দুই রাজ্যের মধ্যেই দোষারোপের পালা চলছে। মিজোরামের তিনটি জেলার সঙ্গে মোট ১৬৪ কিলোমিটার সীমানা রয়েছে আসামের। কেন্দ্রীয় সরকার দুই রাজ্যের সিনিয়র পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবে। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।