বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৬ শতাংশ। আজ শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিলো ২৮ দশমিক ৪৬ শতাংশ, বুধবার ছিলো ৩২ দশমিক ৮০ শতাংশ, মঙ্গলবার ছিলো ২৪ দশমিক ২০ শতাংশ, সোমবার ছিলো ২৮ দশমিক ১৯ শতাংশ, রবিবার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং শনিবার ছিলো ২৪ দশমিক ৫৩ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে আজ সারাদিন মোট ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৩ জন, গোপালগঞ্জের ১ জন ও কুষ্টিয়ার ১ জন শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।