বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের খবরে তোলপাড় সোশাল মিডিয়া। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে তার গুলশানের বাসায় অভিযান শুরুর পর পরই এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হেলেনাকে গ্রেপ্তার নিয়ে মন্তব্যের ঝড় উঠে ফেসবুকে। অনেকেই তার গ্রেপ্তারের ছবি-ভিডিও পোস্ট করে মন্তব্য করেছেন।
চার ঘণ্টার অভিযান শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশেী মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশী টাকা, দেশীয় অস্ত্র ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
ফেসবুকে মেহেদী হাসান লিখেছেন, ‘‘হেলেনা আপার বাসা থেকে বিপুল মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকি টকি আর বন্যপ্রাণীর চামড়া উদ্ধার। আপা যে বলতেন শুধু উনি ব্যবসায়ী, কিন্তু কিসের ব্যবসায়ী তা বলতোনা। তাহলে এইসব ব্যবসায়ীরাও এখন সভ্য সমাজে ব্যবসায়ী বলে পরিচয় দেয়?’’
স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আব্দুস সামাদ লিখেছেন, ‘‘হেলেনা আপা আটক। এখন চাকুরীজীবী লীগের কী হবে ভাবা যায়!!!!! আপার শুভাকাঙ্ক্ষীরা কেমন ফিল করছেন? জানতে ইচ্ছে করছে।’’
মিয়া ভাই লিখেছেন, ‘‘যে বোট ক্লাবের মেম্বার তার বাসায় এইসব পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। বোট ক্লাবে ১ বোতল মদের দাম ২/৩ লাখ টাকা [সূএ নাছির/হেলেনা] আর ওনাদের মত অনেকেরই অবৈধ কোটি কোটি টাকা কাল টাকা সাদা করার সুযোগে এখন ওনাদের সম্পদ টাকা সবই বৈধ।যারা হেলেনা পাপিয়াদের দলীয় পদ পদবী ধন সম্পদ করার সুযোগ করে দেয় তাদের যেমন কিছু হবে না হেলেনা/পাপিয়াদের ও কিছু হবে মনে হয় না ।এমন হেলেনা পাপিয়া সাহেদ দল এবং এমপি মন্ত্রী মহোদয়দের আশে পাশে অনেক আছে।’’
সানাউল করিমের মন্তব্য, ‘‘হেলেনা জাহাঙ্গীর দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলে দল থেকে বহিষ্কার হয়েছে ঠিক আছে। ভাই আমার তো মনে হচ্ছে হেলেনা জাহাঙ্গীর ব্যবসায়ীদের চক্রান্তের শিকার হয়েছেন কারণ হেলেনা জাহাঙ্গীর একটা ব্র্যান্ডের নাম।’’
কৌশিক আহমেদ লিখেছেন, ‘‘মনে রাখবেন হেলেনা চৌধুরী....... কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখি হতে পারেনা। আপনারা গরিবের টাকা পয়সা আত্মসাৎ করে খেয়েছেন..... গরিবের চোখের জ্বলের অভিশাপ লেগেছে। মনে রাখবেন মহান আল্লাহ তাআলা ছাড় দেন..... কিন্তু ছেড়ে দেন না। সত্যের জয় একদিন হবেই ইনশাআল্লাহ।’’
আবুল হাসান মিঠুন লিখেছেন, ‘‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের অপকর্ম নিয়ে শোরগোল হলে আইনের আওতায় আনা হয় কিন্তু নেপথ্যের প্রভাবশালীরা আড়ালেই থেকে যায়।’’
মেহেদী লিখেছেন, ‘‘অতি তৈল যে বিপদজনক তা সহজেই সাহেদ থেকে হেলেনা আপ্পির শিক্ষা নেয়া উচিত ছিলো।তিনি পরীমনির বয়সী নন।’’
তবে শামসোদ্দোহা আলম লিখেছেন, ‘‘দলীয় লোকদের সাথে এমন আচরণ না করলেও পারতেন, উনি একজন ভালো উদ্যোগতা , একজন মা, এভাবে অপমান করে গ্রেপ্তার দেখাচ্ছেন ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও সত্যি, বুঝতে পারছি না, আমার দেশের রাজনীতি।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।