Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে খুলনায় দুই ফার্মেসীকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৮:০৮ পিএম

খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে দু’টি ফার্মেসীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকালে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানিয়েছেন, নগরীর শিরোমনি এলাকার মেসার্স খান ফার্মেসীকে ৭ হাজার টাকা এবং মেসার্স ডিআই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিপুল সংখ্যক মূল্যবিহীন (স্যাম্পল) ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বুধবার মহানগরীর টুটপাড়া ও চানমারী বাজারের তিনটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ