Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ ঘন্টা বিদুৎহীন কক্সবাজার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৮:০৩ পিএম

বুধবার ২৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে ২৯ জুলাই সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৯ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল কক্সবাজার। এতে মারাত্মক ভোগান্তি হয়েছে জনসাধারণের।

জানা গেছে, দমকা হাওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজে গাছের ডাল পড়ে কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে পাওয়ার হাউজের ভেতরে আগুন লেগে কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী, টেকনিশিয়ান সহ সকলে প্রাণান্তকর চেষ্টায় দীর্ঘ ১৯ ঘন্টা পর বৃহস্পতিবার ২৯ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হঠাৎ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়াতে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ