বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছায় বয়স জালিয়াতি করে নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিতসহ ছেলে ও মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক নিজ কার্যালয়ে তাদের দন্ড দেন।
পুলিশ জানায়, উপজেলার হিতামপুর গ্রামের বাসুদেব বিশ্বাস তার নাবালিকা মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালীর নারদ বিশ্বাসের ছেলে সাথে বিয়ে ঠিক করেন। বুধবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতে খবর পেয়ে আনসার পুরোহিতসহ অভিভাবকদের আটক করে। নাবালিকা এবং লকডাউনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়া-এই দুই অপরাধে পুরোহিত স্বপন ব্যানার্জিকে ২ হাজার টাকা, ছেলের বাবা ও মেয়ের বাবাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।