বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেঘনা বেষ্টিত হাতিয়া উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন ১২জনের নমুনা টেস্টের পর ৮জনের করোনা শনাক্ত হয়েছে। মাত্র একমাস পূর্বেও জেলার ৯টি উপজেলার মধ্যে হাতিয়া উপজেলায় করোনা পরিস্থিতি নাগালের মধ্যে ছিল। কিন্তু ঈদুল আজহার এক সপ্তাহ পূর্ব থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
করোনা ইতিমধ্যে হাতিয়ায় ৭জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। ফলে করোনা আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।
হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম, চাঁদপুর ও ঢাকা থেকে মালবাহী নৌযান চলাচল করছে। হাতিয়া করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আক্রান্তদের জেলা শহর ও ঢাকায় প্রেরণ করা হচ্ছে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একাধিক মেডিকেল টিম সক্রিয় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।