Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুমেক ল্যাবে আজ প্রতি তিনটি নমুনার একটি পজিটিভ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১১:০৮ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৮০ শতাংশ। এবং গড় হিসাবে প্রতি তিনটি নমুনায় একটি পজিটিভ এসেছে। আজ বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিলো ২৪ দশমিক ২০ শতাংশ, সোমবার ছিলো ২৮ দশমিক ১৯ শতাংশ, রোববার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং শনিবার ছিলো ২৪ দশমিক ৫৩ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে মোট ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০২জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। খুলনার ২৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৫ জন, যশোরের ৩ জন, সাতক্ষীরার ১ জন ও বরিশালের ১ জন শনাক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ