Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গ্রিসে দাবানল
ইনকিলাব ডেস্ক : গ্রিসে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। মঙ্গলবার তীব্র বাতাসে এথেন্সের বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়। আগুন নেভাতে কাজ করছে ৯টি প্লেন ও ১২টি হেলিকপ্টার। ২০১৮ সালে এথেন্সের কাছে মাতি শহরে দাবানলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০২ জনের মৃত্যু হয়। এ কারণে এবার দাবানলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির বেসামরিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানান, আগুন বাতাসের তীব্রতায় নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে রোদোপোলি গ্রামেও আগুনে বেশ কয়েকটি ঘর ধ্বংস হয়েছে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিবিসি।


আরও একমাস
ইনকিলাব ডেস্ক : শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির কর্তৃপক্ষ লকডাউনের মেয়াদ আরও ৪ সপ্তাহ (একমাস) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তুলনামূলক বেশি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার রোধে জুনের শেষদিকে থেকে শহরটির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার বিধিনিষেধ জারি হয়েছিল। চলতি মাসের মাঝামাঝি ওই বিধিনিষেধের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়; এরপরও সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় কর্তৃপক্ষ লকডাউন আরও ৪ সপ্তাহ বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রয়টার্স।


আদিবাসী গভর্নর
ইনকিলাব ডেস্ক : কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নিয়েছেন ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সায়মন। বিস্তৃত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। দেশটির এই পদে তিনিই প্রথম আদিবাসী। তার এ নিয়োগ কানাডার ঔপনিবেশিক অতীতের ক্ষত সারানোর প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। চলতি মাসের প্রথমদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার রাষ্ট্রপ্রধান রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মেরি সায়মনের (৭৩) নাম ঘোষণা করেন। সায়মন একজন সাবেক সাংবাদিক। তিনি কানাডার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করেছেন। বিবিসি।


নাগরিকত্ব বাতিল
ইনকিলাব ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। নাগরিকত্ব বাতিলের কারণ হিসেবে অপরিশোধিত ফি ও নাগরিকত্ব বিষয়ক নথি নিয়ে ঝামেলার কথা বলা হয়েছে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে। বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি অ্যাসাঞ্জ। জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১৮ সালের জানুয়ারিতে ইকুয়েডরের নাগরিকত্ব পেয়েছিলেন। ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট লেনিন মোরিনোর উদ্যোগে দেশটির নাগরিকত্ব পান তিনি। দ্য গার্ডিয়ান।


জার্মানিতে নিহত
ইনকিলাব ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলের লেভাকুসেন শহরের একটি রাসায়নিক শিল্প পার্কে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচজন। জার্মানির লেভারকুজেনের রাসায়নিক শিল্প পার্কে ভয়াবহ বিস্ফোরণ হয়। ফলে বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে লেভাকুসেন শহরের চেম্পার্কের রাসায়নিক কোম্পানি বায়ার ও ল্যানজেসের একটি শিল্প পার্কের জ্বালানি স্থাপনায় ওই বিস্ফোরণ ঘটে বলে চেম্পার্কের অপারেটর কারেন্টা জানিয়েছেন। ডয়েচে ভেলে, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ