Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে নেটিজেনদের শুভেচ্ছায় সিক্ত সজীব ওয়াজেদ জয়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:১৭ পিএম | আপডেট : ৫:২৪ পিএম, ২৮ জুলাই, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন গতকাল। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন ডিজিটাল বাংলাদেশের এই নেপথ্য নায়ক। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুভেচ্ছা জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেইসবুকে লিখেন, ‘শুভ জন্মদিন, তারুণ্যের গর্ব ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই।’

কাজী মোরশেদ হোসাইন কামাল লিখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মবার্ষিকীতে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।’

সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাশেক কামাল লিখেন, ‘শুভ জন্মদিন, সজীব ওয়াজেদ জয় ভাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রুপকার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

তার হাত ধরেই বর্তমান-ভবিষ্যতে এগিয়ে যাবে বাংলাদেশ- এই প্রত্যাশা করে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস লিখেন, ‘সজীব ওয়াজেদ জয় ভাই, নীরবে-নিভৃতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন ২০২১-এর মূলমন্ত্র রচিত হয়েছে মূলত তার সুদূরদর্শী চিন্তা ধারণা থেকেই। তার হাত ধরেই বর্তমান-ভবিষ্যতে এগিয়ে যাবে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী আমাদের সর্ব সাধারণ জনগনের দল বাংলাদেশ আওয়ামীলীগ, এই প্রত্যাশা। শুভ জন্মদিন। শুভ কামনা নিরন্তর।’

জয়ের ছবি শেয়ার করে শাখাওয়াত হোসেন সজিব লিখেন, ‘দেশের নিকট অতীতের পেশী আর ক্ষমতা নির্ভর রাজনীতিকে পলিসি নির্ভর রাজনীতিতে পরিণত করেছেন তিনি। সরকারি সেবায় স্বচ্ছতা আনতে, নাগরিক ভোগান্তি কমাতে সবচেয়ে বেশি যার অবদান, আজকের কোভিড মহামারিতেও বাংলাদেশের অর্থনীতি যার জন্য এখনও বর্ধনশীল, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং একে বাস্তবে রুপ যিনি দিয়েছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। সেই পনেরই আগস্টের কাল রাতে মা আর খালার সাথে, সৃষ্টিকর্তার অপার রহমতে রক্ষা পাওয়া সেই শিশু জয়, আজ বিজয়ী করছে বাংলাদেশকে। শুভ জন্মদিন। সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়। ’

আগামীর রাষ্ট্রনায়ক আখ্যায়িত করে আরকে হৃদয় লিখেন, ‘শুভ জন্মদিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আগামীর রাষ্ট্রনায়ক জনাব সজীব ওয়াজেদ জয়। শুভ হোক আপনার আগামীর পথ চলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পায়েল খান লিখেন, ‘তোমার আলোয় আলোকিত হউক নতুন প্রজন্ম, শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয় ভাই।’

সকলকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার নিজের ফেইসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার বয়স এখন অর্ধশতক, বাংলাদেশের সমান বয়সী। আমাদের আওয়ামী লীগ সরকারের ১২ বছর পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের, ডিজিটাইজড দেশ। আমি এখন একজন মধ্যবয়সী প্রযুক্তি উদ্যোক্তা!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ