Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পেছনে বাংলাদেশ: যা বলছেন নেটিজেনরা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:১৪ পিএম

মোবাইল ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পেছনে অবস্থান করছে বাংলাদেশ। ইন্টারনেটের গতি নিয়ে মাসভিত্তিক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলা'র জুন মাসের হিসাবে এ তথ্য উঠে এসেছে। মোবাইল ইন্টারনেটের গতির এই বেহাল দশা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ওকলার তথ্যের ভিত্তিতে, বিশ্বে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান ও ভেনেজুয়েলা। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম।

এ প্রসঙ্গে নীল নির্ঝর ফেইসবুকে লিখেন, ‘ডিজিটাল, ডিজিটাল বাংলাদেশ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। আর সেই ডিজিটাল বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের এই করুণ অবস্থা! আধুনিক বিশ্বে কোন মানদন্ডকে আমাদেরকে ডিজিটাল বলা হয় সেটাই বোধগম্য নয়!’

শান্তা ইসলাম লিখেন, ‘আফ্রিকার দেশ উগান্ডা, সোমালিয়া, সুদান, জাম্বিয়া, ইথিওপিয়ার মতো দেশও মোবাইল ইন্টারনেট গতিতে আমাদের চেয়ে এগিয়ে। সবকিছু মেনে নিলেও বিশেষ করে উগান্ডার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

মোবাইল অপারেটগুলো নানা অনিয়মের কথা তুলে ধরে সোহেল রানা লিখেন, ‘মোবাইল অপারেটররা সবগুলো ফুলে ফেঁপে একেকটা যেন টাকার খনিতে পরিণত হয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশে এত অল্প স্থানে এত মানুষ বাস করে না। তার মানে অবকাঠামো খাতে খরচ কম। মোবাইল ইন্টারনেট ও টকটাইম ইত্যাদি এসব প্যাকেজ যে কি পরিমাণ চিট করে মানুষের পকেট হরিলুট করছে তা সবাই একবাক্যে স্বীকার করবেন। দূর্বল তরঙ্গকে 4.5 G/5G বলে চালিয়ে ধোঁকাবাজীর চরমোৎকর্ষতা প্রদর্শন সেই জন্মলগ্ন হতেই দেখছি। এত বাজে সার্ভিস যা অচিন্তনীয়। কোনো ডেডিকেটেড নাম্বার আপনি পাবেন না, যেখানে আজাইরা বকর বকর করতে করতে আপনার অভিযোগ জানানোর আগেই সংযোগ বিচ্ছিন্ন হয় না! এরপর আছে দৈনিক কমপক্ষে সময় অসময়ে দশোধিক প্রমোশনাল বার্তা!’

শেখ ঝান্টু লিখেন, ‘বাংলাদেশের ইন্টারনেট গতির মত খারাপ গতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। ফোন কোম্পানিগুলো রক্তচোষার মত জনগনের টাকা চুষে খাচ্ছে। কিন্তু দুখের বিষয় হলো, এটা দেখার কেউ নাই!’

ক্ষোভ প্রকাশ করে মনজুর আহমেদ মনজু লিখেন, ‘তারপরেও আমরা আত্মতৃপ্তিতে আছি এবং কানাডার সাথে তুলনা করতে পারছি!’

মোহাম্মদ আল আমিন লিখেন, ‘ইন্টারনেটের দিক দিয়ে আগে থাকুক আর নাই থাকুক, কিন্তু তেলবাজি আর গলাবাজিতে সবার আগে থাকবে বাংলাদেশ!’

মিজানুর রহমান মনে করেন, ‘ডিজিটাল বাংলাদেশের সব পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে গেলে সরকারকে ইন্টারনেট স্পিডের উপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে উন্নত দেশের ধারে কাছে তো নেই, বরং অনেক নিম্ন আয়ের দেশের তুলনায় পিছিয়ে আছি।’



 

Show all comments
  • Monirul Islam ২৮ জুলাই, ২০২১, ৫:২৯ পিএম says : 0
    মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানো ছাড়া বর্তমান সময়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কখনও-ই সম্ভব হবে না। তাই আমি মনে করি তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির প্রতির সরকারের মনযোগ দেয়া উচিত
    Total Reply(0) Reply
  • হুমায়ূন কবির ২৮ জুলাই, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    আমার বিশ্বাস সরকার চাইলে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করতে পারবে।
    Total Reply(0) Reply
  • আকাশ ২৮ জুলাই, ২০২১, ৫:৩২ পিএম says : 0
    এতকিছু পরেও আমাদের দেশের ফ্রিল্যান্সাররা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। যদি উন্নত বিশ্বের মত তারা মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি পেতো তাহলে দেশের অথনৈতিক চাকাকে আর সচল করতে বিরাট অবদান রাখতে সক্ষম হতো।
    Total Reply(0) Reply
  • Syed Abdul Awal ২৮ জুলাই, ২০২১, ৫:৩৮ পিএম says : 0
    মোবাইল অপারেটরদের ইন্টারনেটের মেয়াদের গতি বাড়ানো নিয়ে বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করছি,টক টাইম ব্যালেন্সের ন্যায় যেকোনো ইণ্টারনেট প্যকের মেয়াদ নুন্যতম ১মাস করার দাবী জানাই, করোনা কালীন সময়ে মানুষের আয় ইনকাম বিপর্যস্ত অবস্হার মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে সেইসাথে দেশের শিক্ষা ব্যবস্থাও পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে পড়েছে, এমতা অবস্থায় সরকারের মোাবাইল ইন্টারনেট ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করে দেয়া উচিত
    Total Reply(0) Reply
  • Mahidul Islam ২৮ জুলাই, ২০২১, ৫:৩৯ পিএম says : 0
    ইন্টারনেটের মূল্য কিন্তু অনেক দেশের চেয়ে বেশি কিন্তু সেবার মান কচ্ছপ গতির।
    Total Reply(0) Reply
  • Md. Mahfujul Karim ২৮ জুলাই, ২০২১, ৫:৪০ পিএম says : 0
    দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গ্রামগুলোতে নেটওয়ার্ক, ডেটা স্পিডের অবস্থা খুবই খারাপ ।
    Total Reply(0) Reply
  • Erfan Jafree ২৮ জুলাই, ২০২১, ৫:৪১ পিএম says : 0
    গতকাল wifi নেট প্রব্লেম করাতে মোবাইল ডাটা চালু করেছিলাম। ধুর, ফেসবুকই ওপেন হচ্ছিল না যেই মানের গতি। শেষে মোবাইলটাই একপাশে রেখে দিলাম
    Total Reply(0) Reply
  • Palash Reza ২৮ জুলাই, ২০২১, ৫:৪২ পিএম says : 0
    গতি তো এক সমস্যা তার উপর মোবাইল ইন্টারনেটের নেট ওয়ার্ক কভারেজ পৃথিবীর মধ্যে মনে হয় সব চেয়ে খারাপের থেকেও অধিক খারাপ।
    Total Reply(0) Reply
  • টুটুল ২৮ জুলাই, ২০২১, ৫:৪২ পিএম says : 0
    আমি মনে করি সরকার আন্তরিকতার সাথে চাইলে এই অবস্থার উন্নতি ঘটানো সম্ভব।
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দিন ২৮ জুলাই, ২০২১, ৫:৫০ পিএম says : 0
    সরকার আন্তরিকতার সাথে চাইলে সব সম্ভব। আশা করি অতিদ্রুত এই অবস্থান উন্নতি ঘটবে
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ২৮ জুলাই, ২০২১, ৫:৫১ পিএম says : 0
    একজন ফ্রিল্যান্সার হিসেবে বলছি, আমাদেরকে দ্রুত গতির ইন্টারনেট দিন, আমরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা এনে দেবো।
    Total Reply(0) Reply
  • রকিবুল ইসলাম ২৮ জুলাই, ২০২১, ৫:৫৪ পিএম says : 0
    এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ