বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোবাইল ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পেছনে অবস্থান করছে বাংলাদেশ। ইন্টারনেটের গতি নিয়ে মাসভিত্তিক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলা'র জুন মাসের হিসাবে এ তথ্য উঠে এসেছে। মোবাইল ইন্টারনেটের গতির এই বেহাল দশা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ওকলার তথ্যের ভিত্তিতে, বিশ্বে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান ও ভেনেজুয়েলা। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম।
এ প্রসঙ্গে নীল নির্ঝর ফেইসবুকে লিখেন, ‘ডিজিটাল, ডিজিটাল বাংলাদেশ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। আর সেই ডিজিটাল বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের এই করুণ অবস্থা! আধুনিক বিশ্বে কোন মানদন্ডকে আমাদেরকে ডিজিটাল বলা হয় সেটাই বোধগম্য নয়!’
শান্তা ইসলাম লিখেন, ‘আফ্রিকার দেশ উগান্ডা, সোমালিয়া, সুদান, জাম্বিয়া, ইথিওপিয়ার মতো দেশও মোবাইল ইন্টারনেট গতিতে আমাদের চেয়ে এগিয়ে। সবকিছু মেনে নিলেও বিশেষ করে উগান্ডার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
মোবাইল অপারেটগুলো নানা অনিয়মের কথা তুলে ধরে সোহেল রানা লিখেন, ‘মোবাইল অপারেটররা সবগুলো ফুলে ফেঁপে একেকটা যেন টাকার খনিতে পরিণত হয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশে এত অল্প স্থানে এত মানুষ বাস করে না। তার মানে অবকাঠামো খাতে খরচ কম। মোবাইল ইন্টারনেট ও টকটাইম ইত্যাদি এসব প্যাকেজ যে কি পরিমাণ চিট করে মানুষের পকেট হরিলুট করছে তা সবাই একবাক্যে স্বীকার করবেন। দূর্বল তরঙ্গকে 4.5 G/5G বলে চালিয়ে ধোঁকাবাজীর চরমোৎকর্ষতা প্রদর্শন সেই জন্মলগ্ন হতেই দেখছি। এত বাজে সার্ভিস যা অচিন্তনীয়। কোনো ডেডিকেটেড নাম্বার আপনি পাবেন না, যেখানে আজাইরা বকর বকর করতে করতে আপনার অভিযোগ জানানোর আগেই সংযোগ বিচ্ছিন্ন হয় না! এরপর আছে দৈনিক কমপক্ষে সময় অসময়ে দশোধিক প্রমোশনাল বার্তা!’
শেখ ঝান্টু লিখেন, ‘বাংলাদেশের ইন্টারনেট গতির মত খারাপ গতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। ফোন কোম্পানিগুলো রক্তচোষার মত জনগনের টাকা চুষে খাচ্ছে। কিন্তু দুখের বিষয় হলো, এটা দেখার কেউ নাই!’
ক্ষোভ প্রকাশ করে মনজুর আহমেদ মনজু লিখেন, ‘তারপরেও আমরা আত্মতৃপ্তিতে আছি এবং কানাডার সাথে তুলনা করতে পারছি!’
মোহাম্মদ আল আমিন লিখেন, ‘ইন্টারনেটের দিক দিয়ে আগে থাকুক আর নাই থাকুক, কিন্তু তেলবাজি আর গলাবাজিতে সবার আগে থাকবে বাংলাদেশ!’
মিজানুর রহমান মনে করেন, ‘ডিজিটাল বাংলাদেশের সব পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে গেলে সরকারকে ইন্টারনেট স্পিডের উপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে উন্নত দেশের ধারে কাছে তো নেই, বরং অনেক নিম্ন আয়ের দেশের তুলনায় পিছিয়ে আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।