বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটিতে একটি পরিবারের অর্ধ শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
অভিযোগে জানা যায়, ১৯৯৯ সালে শেখ হাসিনার সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত দেন। নলছিটির সুগন্ধা নদী তীরের চর বহরমপুর এলাকায় ৪৫ শতাংশ জমি পেয়েছেন মোনাছেফ হাওলাদার ও তাঁর স্ত্রী মমতাজ বেগম। স্বামী-স্ত্রীকে দলিল করে ৯৯ বছরের জন্য সরকার জমি বন্দোবস্ত দেন। ওই জমিতে সম্প্রতি বিভিন্ন ফলজ গাছ লাগিয়ে বাগান তৈরি করেন তারা। একটি বসতঘরও উত্তোলন করেন। বসতঘরটি উত্তোলনের সময় স্থানীয় ভূমিদস্যু একটি চক্র তাদের নানা হুমকি দেয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বসতঘরের পাশের কলা গাছ, নারিকেল, জলপাই, আমলকি, আম ও পেয়ারার অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। এ ঘটনায় মোনাছেফ হাওলাদারের ছেলে হাসিবুল হাসান সবুজ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নলছিটি থানার সেকেন্ড অফিসার (এসআই) হুমায়ুন কবির বলেন, পুলিশ সরজমিনে গিয়ে বিষয়টি দেখেছে। জিডি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।