Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনায় বেহাল ইন্দোনেশিয়া, একদিনে মৃত্যুর রেকর্ড দুই হাজার ৬৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১০:২১ এএম

দক্ষিণ এশিয়ায় করোনা দ্বিতীয় হটস্পট ইন্দোনেশিয়ায় প্রথমবারের মত করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়ালো। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দেশটিতে রেকর্ড দুই হাজার ৬৯ জন মারা গেছে। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজারের বেশি। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার রেকর্ড দৈনিক সংক্রমণ ১৭৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির লকডাউনের মেয়াদ আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা নেয়াদেরও ঘরোয়া সমাবেশে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক মার্কিন সংস্থা-সিডিসি। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার এ সিদ্ধান্ত দেয় তারা।

এ বছরের মে মাসে খোলামেলা জায়গায় মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করলেও সংক্রমণ বাড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সংস্থাটি।
অন্যদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪১ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত ১৭ কোটি ৭৬ লাখের বেশি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ