মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রীকে বরখাস্তের পর দেশে এক মাসের কারফিউ জারি করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে বলে মঙ্গলবার দ্য গার্ডিয়ান জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার রাতে প্রেসিডেন্টের এই আদেশ জারি করা হয়। এতে কারফিউ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে জরুরি প্রয়োজনে বের হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে রোববার রাতে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়।
প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। তবে প্রেসিডেন্ট এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সূত্র : দ্য গার্ডিয়ান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।