Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্ডান পিলের তৃতীয় চলচ্চিত্র ‘নোপ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

অস্কারজয়ী পরিচালন জর্ডান পিল তার তৃতীয় ফিল্মের নাম ঘোষণা করেছেন। আগের দুটির মতই ‘নোপ’ হবে হরর ধারার। পিল নিজেই ফিল্মটির কাহিনীকার। ২২ জুলাই এক টুইটে পরিচালক তার চলচ্চিত্রের নাম জানিয়েছেন। পোস্টারের ট্যাগলাইন : ‘অ্যাকাডেমি পুরস্কার জয়ী জর্ডান পিলের মন থেকে বেরিয়ে আসা নতুন এক ত্রাস।” পিলের ‘গেট আউট’ ফিল্মের তারকা ড্যানিয়েল কালুইয়া নতুন ফিল্মে অভিনয় করবেন সঙ্গে থাকবে কিকি পামার এবং স্টিভেন ইউন, বার্বি ফেরেরা, ব্র্যান্ডন পেরেরা এবং মাইকেল উইনকট। ইউনিভার্সাল পিকচার্সের চলচ্চিত্রটি ২২ জুলাই ২০২২ মুক্তি পাবে। ব্যানার প্রতিশ্রুতি দিয়েছে থিয়েটারে এটি মুক্তি পাবে, সেজন্য কয়েকটি চেইনের সঙ্গে আলোচনা চলছে। ১৭দিন পর ভিডিও-অন-ডিমান্ড প্লাটফর্মে এটি পাওয়া যাবে। ২০১৭’র সাইকোলজিক্যাল হরর ‘গেট আউট’-এর পর পিলের আরেক ফিল্ম ‘আস’ মুক্তি পায় ২০১৯ সালে, দুটি ফিল্মই ব্যাপক সাফল্য ও প্রশংসা লাভ করে। দুটি ফিল্মই বিশ্বব্যাপী আড়াইশ মিলিয়ন ডলারের বেশি করে আয় করে। ‘গেট আউট’ চারটি অস্কার মনোনয়ন লাভ করে। পিল স্পাইক লি’র অস্কার মনোনীত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ফিল্মের অন্যতম প্রযোজক। এছাড়া তিনি ইয়াহিয়া আবদুল-মাতিন অভিনীত নিয়া কস্টা পরিচালিত ‘ক্যান্ডিম্যান’ ফিল্মেরও প্রযোজক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ