বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা মামলার ৩ আসামিকে গতকাল সোমবার রিমান্ডে দিয়েছে আদালত। আসামিরা হলেন-উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত হামেজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার, খালেক হাওলাদারের ছেলে ছগির ও মৃত গণি খায়ের ছেলে আইয়ুব আলী। গত শনিবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। রোববার বিকেলে শুনানি শেষে আদালত প্রত্যেককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল রিমান্ডের সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মতলেব শিকদার গং ও নাসির হাওলাদার গংরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৫ নারীসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক কৃষক আব্দুল হকসহ ৮ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত আব্দুল হক শিকদারকে বরিশাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মাওয়া এলাকায় অ্যাম্বুলেন্সে মারা যান।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রুহুল শিকদার বাদী হয়ে ১৯ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। নিহত আব্দুল হক শিকদার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত হাতেম শিকদারের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।