Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা মামলায় যাবজ্জীবন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

জেলার সিংগাইরে বিমল মন্ডল (৪০) নামের এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে চন্দ্র লাল অধিকারী (৬৫)’র যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুই আসামিকে বেকসুর খালাশ দিয়েছেন বিচারক। গতকাল দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামিদের উপস্থিতি এই রায় প্রদান করেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বরুপপুর গ্রামে মৃত কুমেদ অধিকারীর ছেলে। একই মামলা থেকে খালাস পেয়েছেন স্বরুপপুর গ্রামের দুই ভাই আকুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায়। মামলার বিবরণিতে জানা যায়, ২০১২ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে সিংগাইর উপজেলার স্বরুপপুর গ্রামে জিন্নত আলীর বাড়ির সামনে কাঠমিস্ত্রি বিমল মন্ডলকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মক আহত করে দণ্ডপ্রাপ্ত আসামি চন্দ্র লাল অধিকারীসহ আরও কয়েকজন। এ ঘটনার পর আহত বিমলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিমলকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতে বিমলের পিতা কুসাই মন্ডল সিংগাইর থানায় চন্দ্র লাল অধিকারীকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক এমদাদুল হক ২০১৪ সালে ১৫ এপ্রিল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিজ্ঞ আদালতের বিচারক মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি নিরঞ্জন বসাক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ ও আজাহারুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা মামলায় যাবজ্জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ