Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ধর্মঘটে ডাক্তার
ইনকিলাব ডেস্ক : দাবি না মানায় মালয়েশিয়ায় ধর্মঘটে যাচ্ছেন কয়েক হাজার জুনিয়র ডাক্তার। তারা চুক্তিভিত্তিক কাজ করছেন করোনা মহামারিতে। কয়েক মাস ধরে চলছে এই অবস্থা। এরই মধ্যে তারা বেতন এবং তাদেরকে নিয়োগে নতুন করে শর্ত দিয়েছেন। তা নিয়ে সরকারের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। অনেক দেন দরবার করেও তার কোনো সুরাহা হচ্ছে না। এ জন্য তারা কাজ বন্ধ করে ধর্মঘটে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে সেখানে করোনা সংক্রমণ বাড়ছেই। আল-জাজিরা।


২৮ শিক্ষার্থী মুক্ত
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় অপহরণের ২০ দিন পর ১২১ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। ৫ জুলাই হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বন্দুকধারীরা। নাইজেরিয়ায় গত বছরের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত ১০ বার দেশটির ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এ মাসের প্রথম সপ্তাহে কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রাতভর চালানো এ হামলার পর বিদ্যালয়টির ১২১ শিক্ষার্থীকে অপহরণ করে। আনাদোলু।


চুক্তি স্থগিত
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রস্তাবিত এক তেল সরবরাহ চুক্তিকে স্থগিত করছে। রোববার তেল সরবরাহের সাথে সংশ্লিষ্ট ইসরাইলের রাষ্ট্রীয় ইউরোপ-এশিয়া পাইপলাইন কোম্পানিকে (ইএপিসি) এক চিঠিতে তেল সরবরাহ স্থগিতের আদেশ দেয় মন্ত্রণালয়। এর আগে গত বছর ইসরাইলি-আমিরাতের মধ্যে কথিত ইবরাহীমি চুক্তির মাধ্যমে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশের মধ্যে তেল সরবরাহের এই প্রকল্পের চুক্তি করা হয়। আল-জাজিরা।


প্রধানমন্ত্রী বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : করোনা আর লকডাউনের কারণে জনজীবনে নেমে আসে বিপর্যয়। আর এই কারণে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। যার ফলে বরখাস্ত করা হয় তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে। সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সংসদ স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। করোনা সামলাতে ব্যর্থ হওয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। রবিবার পুলিশের সাথে তাদের সংঘর্ষও হয়। বিবিসি।


স্বার্থপর
ইনকিলাব ডেস্ক : শনিবার সিডনিতে কয়েক হাজার মানুষ মিছিল করে লকডাউন প্রত্যাহারের দাবি জানান। ছোট আকারের বিক্ষোভ হয়েছে মেলবোর্ন ও ব্রিসবেনে। টিকা কর্মসূচি নিয়ে সমালোচনার মুখে থাকা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন নর্থ সাউথ ওয়েলসকে আরও ডোজ দেওয়ার অঙ্গীকার করেছেন। কিন্তু তিনি বলেছেন, দেশজুড়ে টিকাদানকে বিঘ্নিত কার যাবে না। আক্রান্তের সংখ্যা কমে গেলেই কেবল লকডাউন প্রত্যাহার করা হবে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘স্বার্থপর’ এবং ‘নিজেরাই-পরাজিত’ বলে উল্লেখ করেছেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ