Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও উত্তপ্ত হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল, আঙ্কারার হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলে অতর্কিত হামলায় দুই তুর্কি সেনা নিহত হয়েছেন। সেখানে থাকে তুরস্কের সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা হলে আরও দুই সেনা গুরুতর আহত হন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের ঘটনা নিশ্চত করেছে। আবারও উত্তপ্ত সিরিয়ার উত্তরাঞ্চল। তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্প্রতি হামলার ঘটানা বেড়েছে।ধারণা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় প্রাণ হারিয়েছেন দুই তুর্কি সেনা। হামলার তাৎক্ষণিকভাবে গুলি ছুঁড়ে জবাব দিয়েছে সেনারা। এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আল-বাব এলাকায় তাদের ওপর হামলা হয়। তুরস্ক এই ঘটনার সঙ্গে কুর্দি বিদ্রোহীদের সন্দেহ করছে। তাদের শত্রু ভেবে থাকে আঙ্কারা। সিরিয়ার অভ্যন্তরে এমন ঘটনায় আসাদ সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। সিরিয়ার উত্তরাংশ, ইরাকের উত্তরাংশ এবং ইরানের উত্তরাংশ এই তিন রাষ্ট্রের উত্তরাংশ সংলগ্ন তুরস্কের বিস্তীর্ণ এলাকায় কুর্দিদের আবাসস্থল। কুর্দিরা পৃথক একটি জাতি। তবে চার রাষ্ট্রের ভেতরেই তাদের আবাসভূমির অবস্থান। যে কারণে গত ৭৫ বছর ধরে সংগ্রাম করার পরও তারা পৃথক জাতিসত্তা নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়া তাদের চেয়ে শক্তিশালী রাষ্ট্র। আনাদোলু, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ