বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লিটন সরকার কুষ্টিয়া ট্রাফিক বিভাগের সহকারী সার্জেন্ট। কিছুদিন আগে পাঁচ হাজার টাকায় প্রতিবেশীর কাছ থেকে একটি পুরোনো আলমারি কিনেছিলেন। এক সপ্তাহ আগে সেই আলমারির ড্রয়ারে ৭০ হাজার টাকা পান। পরে সেই টাকা ফেরত দেন তিনি।
টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করা হচ্ছে তার। মানবিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছে সবাই। প্রশংসায় ভাসছেন সার্জেন্ট লিটন।
লিটন বলেন, ৫ হাজার টাকা দিয়ে আমি কিছুদিন আগে প্রতিবেশী কান্তার কাছ থেকে একটি পুরাতন আলমারি কিনেছিলাম। সেই আলমারির একটি ড্রয়ারের চাবি ছিল না। পরে জানতে পারলাম চাবিটি কান্তার মায়ের কাছে ছিল। তিনি দেড় বছর আগে মারা গেছেন। পরে গত এক সপ্তাহ আগে ড্রয়ারের তালা ভেঙে দেখতে পাই, একটি হলুদ খাম। সেই খামের মধ্যে ৭০ হাজার টাকা ছিল। ওই টাকা এক সপ্তাহ আগে আমি কান্তাকে ফেরত দিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হলুদ খামে লেখা ছিল, আমার অবর্তমানে কান্তা/কল্লোল সমানভাবে পাবে। সন্তানদের জন্য তার সামান্য উপহার। তোমাদের মা। কান্তাকে আমার বাসায় ডেকে ৭০ হাজার টাকা দিয়েছি। তাতে কান্তা খুব খুশি হয়েছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম জানান, লিটন সরকার কুষ্টিয়া ট্রাফিক বিভাগের সহকারী সার্জেন্ট। একজন মৃত মায়ের জমানো টাকা ফেরত দিয়েছেন। লিটন খুবই মানবিক কাজ করেছেন। এ জন্য প্রশংসা তার প্রাপ্য। দায়িত্ববোধ ও সচ্ছতার জন্য তাকে নিয়ে আমরা গর্ববোধ করছি । এই সততা ও মানবিকতার উপযুক্ত পুরস্কার পাবে সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।