Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সত্যিই প্রশংসনীয় : বার্নিকাট

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে নারায়ণগঞ্জের মানুষের সাথে সিটি মেয়র সাধারণ জনগণকে সচেতন করতে কি ভূমিকা পালন করছেন তা পর্যবেক্ষণে নারায়ণগঞ্জ সফর করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে শহরের বিবি রোডস্থ নগর ভবনে নাসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা সবসময় আমাদের খবর দিচ্ছেন। তবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এজন্য আরো জনসম্পৃক্ত হতে মেয়রের প্রতি আহ্বান জানান তিনি।
মার্সিয়া বার্নিকাট আরো বলেন, নাসিক মেয়র আইভীর সাথে আমার যতবার কথা হয়েছে, ততবারই আমি নারায়ণগঞ্জে আসার পরিকল্পনা করেছিলাম। কেননা, আমি জানি বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ কেমন ভূমিকা রেখেছে, অর্থনীতিতে কেমন ভূমিকা রাখছে। তাই নারায়ণগঞ্জে আসতে আমি উদগ্রীব ছিলাম। আজ আসতে পেরে অনেক ভাল লেগেছে। এসময় উপস্থিত ছিলেন, মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল, নাসিক প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদ উল্লাহ, প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নি, সচিব মাহমুদুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এ সার্কেল মাসুদুর রহমান, ফতুল্লা সার্কেল শরফুদ্দীন, এএসপি (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
প্রায় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে আলাপচারিতা শেষে সিটি মেয়র আইভী সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূতের সাথে এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। নারীদের উন্নয়নে সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। এরআগে সকাল ৯টা ২৪ মিনিটে নগর ভবনের সামনে এসে গাড়ী থেকে নামার পর রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান, সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। এরপর ফুলের পাপড়ী ছিটিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে নগর ভবনে বরন করে নেন সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলরসহ সিডিসির নারী কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সত্যিই প্রশংসনীয় : বার্নিকাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ