Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জয় কিংবা পরাজয় দ্রাবিড়কে ভাবায় না

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে হেরেছে ভারত। তবে প্রথম দুটি ওয়ানডে জিতে তার আগেই সিরিজ নিজেদের করে রেখেছিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের এই দলটি। গতপরশু তৃতীয় ওয়ানডেতে মোট ৫ জন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছে তারা। এই ম্যাচে হারায় এত ক্রিকেটারের অভিষেক ঘটানোকেই দোষ দিচ্ছেন অনেকে।

যদিও পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করছেন, এক ম্যাচেই ৫ ক্রিকেটারকে অভিষেক করানো ভালোই হয়েছে। কোন ম্যাচে জয় কিংবা পরাজয় হোক এটা ভাবায় না ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে, ‘বেশ কয়েকটি দল সিরিজ জয়ের পরেও তাদের চূড়ান্ত একাদশকে সংরক্ষিত পদ্ধতিতে নির্বাচন করে। ম্যাচটি হারতে পারে এমন আশঙ্কায় তারা প্রতিভা প্রদর্শনের সুযোগ নেয়না। রাহুল দ্রাবিড় যখন থাকবে তখন আপনি এই জাতীয় জিনিসগুলি আশা করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘কারণ হল তার সম্পূর্ণ ভিন্ন মানসিকতা রয়েছে। জয় বা পরাজয় তাকে খুব বেশি ভাবায় না। বিশেষত সিরিজ জয়ের পরে তিনি বেঞ্চের শক্তি পরীক্ষা করার সাহস দেখিয়েছেন। যাতে ভারতের ক্রিকেটের ক্যানভাস আরও বড় হয় এবং এমন নতুন খেলোয়াড় আসে যারা ভবিষ্যতে দেশের সেবা করতে পারে।’

ভারতের এই ধরণের মানসিকতারও প্রশংসা করেছেন রমিজ। এশিয়ার কোন দলই এমন মানসিকতা দেখায়নি বলে মনে করেন তিনি। টিম ম্যানেজমেন্ট থেকে ৫ ক্রিকেটারকে অভিষেক ঘটানোর সিদ্ধান্ত নেয়া অসাধারণ ছিল বলেও মত তার, ‘তৃতীয় ওয়ানডেতে পাঁচ খেলোয়াড়ের অভিষেক হয় যা খুব ভালো বিষয়। এটি টিম ম্যানেজমেন্টের নেয়া একটি দুর্দান্ত সিদ্ধান্ত ছিল। যদিও তারা ইতিমধ্যে সিরিজ জিতেছে, এশিয়াতে এমন কোনও দল নেই যারা এমন মানসিকতার সাথে মাঠে নেমেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ