Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

ফিলিপাইনে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্প ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস। এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রয়টার্স।


ক্ষমা চাইলেন
ইনকিলাব ডেস্ক : গত সপ্তাহের প্রবল বন্যায় কবলিত একটি গ্রামে রিপোর্টিংয়ের সময় পোশাকে লাগা কাঁদার গন্ধ শুঁকার সময় ভিডিওতে ধরা পড়ার পর ক্ষমা চেয়েছেন এক জার্মান উপস্থাপক। ওই শহর থেকে পরিষ্কার কাপড়ে রিপোর্টিংয়ের জন্য লজ্জা পেয়েছেন বলে জানিয়েছেন সুসানা ওহেলান (৩৯) নামের এই সাংবাদিক। সম্প্রচারমাধ্যম আরটিএল জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হয়ে পড়ার পর স্টান্ডার্ড ভঙ্গ করায় এই সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। বিবিসি।


দূত বদলাল
ইনকিলাব ডেস্ক : মিয়ানমার সরকার লন্ডনে দেশটির দূতাবাসে নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। নতুন দূতের নাম জানায়নি তারা। অন্তর্বর্তীকালীন এ ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ আগের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনের স্থলাভিষিক্ত হলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর কেয়াও জোয়ার মিন সামরিক জান্তার বিপক্ষে অবস্থান নিয়ে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে ছেড়ে দেয়ার আহবান জানিয়েছিলেন। রয়টার্স।


পরিকল্পনা নেই
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের হুমকিগ্রস্ত করতে না পারে সেদিকে গভীর দৃষ্টি রেখেছে মস্কো।” আফগানিস্তানসহ মধ্য এশিয়ার পরিস্থিতি রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে পেসকভ বলেন, “এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


তুরস্কে নৌকাডুবি
ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণে ৪৫ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটির খোঁজ ও অভিবাসীদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ও বিমান পাঠানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তুর্কি অবকাশযাপন শহর কাসের ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ডুবে যায়। ওই এলাকায় অনুসন্ধানের জন্য নৌবাহিনীর দুটি ফ্রিগেটস পাঠানো হয়েছে। এনডিটিভি।


ইউরোপে ২০৫
ইনকিলাব ডেস্ক : ইউরোপে বন্যায় ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানিতে মারা গেছে ১৭৩ জন, বেলজিয়ামে মারা গেছে ৩২ জন। বৃহস্পতিবার জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ১৫৮ জন নিখোঁজ রয়েছেন। খবরে বলা হয়, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। এ অঞ্চলে বন্যার কারণে জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সিএনএন।


খাবার আনার জন্য
ইনকিলাব ডেস্ক : জনপ্রিয় খাবার বাসার আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন এক ব্যক্তি। মালয়েশিয়ার ইপোহ থেকে বিখ্যাত ‘নাসি গাঞ্জা’ খাবার কুয়ালালামপুরে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেন ওই ব্যক্তি। এ ঘটনায় তদন্ত করছে দেশটির পুলিশ। করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়ায় এখন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি রয়েছে। তবে ওই ব্যক্তির এমন কান্ডে সেই অর্ডার ভঙ্গ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিউ স্ট্রেইটস টাইমস।


ইকুয়েডরে নিহত ২২
ইনকিলাব ডেস্ক : ইকুয়েডরের সবচেয়ে বড় দুটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ২২ জন কারাবন্দি নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। চলতি বছর এটি দেশটিতে দ্বিতীয় বড় ধরনের কারা দাঙ্গার ঘটনা। দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী কিটোর দক্ষিণে গুয়াইয়াস এবং কোটোপাক্সি প্রদেশের দুটি কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটেছে। তারা জানায়, সহিংসতা দমাতে সেখানে স্পেশাল পুলিশ ইউনিট পাঠাতে হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ