Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে ভাসছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৬:২২ পিএম

লঘুচাপের কারণে এমনিতেই বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর উপর পূর্ণিমার জোয়ারে ভাসছে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ কয়েকটি এলাকার হাজারো মানুষ। প্লাবিত এলাকার মধ্যে রয়েছে হায়দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া,কাজীর পাড়াসহ বেশ কিছু এলাকা।

স্থানীয়দের মতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ওই এলাকার এমন চিত্র দেখা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাগরে লঘুচাপে সতর্ক সংকেত ছাড়াও বেড়ীবাঁধ না থাকায় পূর্ণিমায় তাদের পানির মধ্যে ভাসতে হচ্ছে। জোয়ার পানি আরও দুইদিন বাড়তে পারে।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গত কয়েক বছর ধরে হায়দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া, কাজীর পাড়াসহ কয়েক হাজার মানুষ জোয়ার হলেই পানিবন্দি হয়ে পড়েন।

পানিবন্দি নাসিমা আক্তার, নুরজাহান ও নাঈমা বলেন, জোয়ারে পুরো এলাকা পানিতে ডুবে গেছে। ঘরে রান্না-বান্না বন্ধ রয়েছে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি।

এ ব্যাপারে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম) বলেন, কুতুবদিয়া দ্বীপের আলি আকবর ডেইল ইউনিয়নের পর্যটকদের আর্কষন বায়ু বিদ্যুৎ কেন্দ্র বেশি ঝুঁকিতে আছে। প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন রয়েছে। ভাঙা বেড়িবাঁধ এলাকা দিয়ে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে গ্রাম। আরো ২ দিন পানি বাড়তে পারে। টেকসই বেড়িবাঁধ দেওয়া না হলে আলি আকবার ডেইল সাগরে বিলীন হয়ে যাবে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ