বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিষেধাজ্ঞার পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম।
শুক্রবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের বিভিন্নস্থানে এ চিত্র দেখা যায়। তবে মহাসড়কে মালবাহী ট্রাক ও বাস ছাড়াও প্রাইভেটকার, মোটর সাইকেল এবং যাত্রীবাহী পিকআপ ভ্যান চলাচল করছে।
মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকামুখী। তবে মহাসড়কের কোথাও পুলিশি বাঁধার মুখে পড়তে হয়নি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা মহাসড়কে বাস চলাচল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।