Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের হাইওয়ে টানেলে পানিতে ডুবে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৪:৩৩ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে গত সপ্তাহে প্লাবিত হওয়া একটি হাইওয়ে টানেলের ভেতর থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই টানেলটিতে পানিতে ডুবে মৃত শ্রমিকের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে বলে বুধবার রাতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা টানেলের ভেতর আটকা থাকা আর একজন শ্রমিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
১৫ জুলাই শিজিংশান টানেলে হঠাৎ করে পানি প্রবেশ করতে শুরু করে। এতে একটি জলাশয়ের নিচ দিয়ে যাওয়া নির্মাণাধীন টানেলটির প্রবেশমুখে থেকে এক কিলোমিটারেরও বেশি ভেতরে ১৪ শ্রমিক আটকা পড়েন।
এই নিয়ে মার্চ থেকে এ টানেলটিতে দ্বিতীয় দুর্ঘটনা ঘটল। আগের দুর্ঘটনায় টানেলের কিছু অংশ ধসে দুই শ্রমিক নিহত হয়েছিল।
এই টানেলটি চীনের গুয়াংডং প্রদেশের জুহাইয়ের গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেসওয়ের অংশ যা উপকূলীয় শহরটিকে প্রতিবেশী ম্যাকাও ও হংকংকে সংযোগকারী একটি সেতুর সঙ্গে যুক্ত করেছে। সূত্র : এনডিটিভি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ