Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৯:৩২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে মোঃ সাইমুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকাল ৪টায় কমলনগরের চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হালিম মাঝির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।শিশুটি একই বাড়ির মোঃ হোসেনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বিকেলে সাইমুন খেলতে গিয়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়।সাইমুনের বোন সালমা আক্তার (৯) ভাইকে পুকুরে ডুবে যেতে দেখলে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে বোনটিও ডুবে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাইমুনকে মৃত ঘোষণা করেন এবং বড় বোনের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিলে এখন বোন আশংকমুক্ত হন বলে সর্বশেষ তথ্যমতে জানা যায়।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মৃত সাইমুন ও সালমার বাবা মো: হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ