Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

একদিনে ভারতে করোনায় ৩ হাজার ৯৯৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ৭:১৬ পিএম

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক মাসে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখা গেছে ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের বুলেটিনে বলা হয়েছিল, মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন। কিন্তু পরে ওই দিনই দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানানো হয়, মঙ্গলবার সেই রাজ্যে অতিরিক্ত ৩ হাজার ৫০৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা সরকারি সরকারি হিসেবে আসেনি।

ফলে, মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছায় ৩ হাজার ৯৯৮ জন। এছাড়া এই দিন মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সেই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ লাখ ৩০ হাজার ৭৫৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য না করা হলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে অভিযোগ করেছেন, রাজ্য পর্যায়ে প্রশাসনিক ত্রুটির কারণে করোনায় মৃত্যু বিষয়ক প্রকৃত সংখ্যা কেন্দ্রে পৌঁছাচ্ছে না।

ভারতে অবশ্য এমন ঘটনা এটিই প্রথম নয়। গত মাসেও দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারে এক দিনে ৫ হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছিল এবং এই তথ্য সময়মতো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।

ভারতের কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৮ হাজার ৪৮০ জন। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহামারি বিশেষজ্ঞরা বরাবরই দাবি করে আসছেন, সরকারি হিসেবের চেয়ে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা দেশটিতে কয়েকগুণ বেশি।



 

Show all comments
  • Tajul Islam ২১ জুলাই, ২০২১, ১১:০৩ পিএম says : 0
    আল্লাহ তুমি সবাইকে হেফাজত করিও।
    Total Reply(0) Reply
  • Md Abdulah ২১ জুলাই, ২০২১, ১১:০৩ পিএম says : 0
    যতবেশি নাচগান অশিলতা ততো বেশি করোনায় মরবে
    Total Reply(0) Reply
  • Milon Mondal ২১ জুলাই, ২০২১, ১১:০৪ পিএম says : 0
    তাড়াতাড়ি বাংলাদেশের এমন অবস্থা হবে
    Total Reply(0) Reply
  • Milon Mondal ২১ জুলাই, ২০২১, ১১:০৪ পিএম says : 0
    ভারতে নীরবে হারিয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ প্রতিদিন, যা সরকার সাংবাদিক অগোচরেই রয়ে যায়।
    Total Reply(0) Reply
  • Alan Walker ২১ জুলাই, ২০২১, ১১:০৫ পিএম says : 0
    India 120 crore upore lokjon, ai poriman marah geyca, ata common
    Total Reply(0) Reply
  • Bilal Sikdar ২১ জুলাই, ২০২১, ১১:০৫ পিএম says : 0
    মোদী আর অমিতশাহ্ কি মারা গেছি করোনায় ? না বেঁচে আছে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ