Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদের মির্জার ঈদ উপহারের কোরবানির পশু ফিরিয়ে দিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৮:০৩ পিএম

ঈদুল আযহা উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের কোরবানির গরু-ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা। এ বিষয়ে জানতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে কল করা হলে তার এক সহকারী ফোন রিসিভ করে বলেন স্যার এখন বিশ্রামে আছেন। তিনি এখন কথা বলতে পারবেন না।

মঙ্গলবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি আরও জানান, ঈদুল আযহা উদযাপন করতে কোম্পানীগঞ্জ থানাতে মেয়র আব্দুল কাদের মির্জার ব্যক্তিগত পক্ষ থেকে ১টি গরু ও ১টি ছাগল পাঠানো হয়। তবে উপহারের গরু-ছাগল নিতে অপারগতা দেখালে তিনি লোক পাঠিয়ে ঈদ উপহারের গরু-ছাগল ফেরত নেন। তবে এ বিষয়ে বেশি কথা বলতে অনীহা দেখান ওসি।

উল্লেখ্য, গত কয়েক বছরে কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনীতিতে দলমত নির্বিশেষে আব্দুল কাদের মির্জা ছিলেন আইডল। তিনি গত ৭মাসে বিভিন্ন সভা, সমাবেশ, ফেসবুক লাইভে তীর্যক বাক্যবাণে যেমন ব্যাপক আলোচিত সমালোচিত হন, তেমনি হারিয়েছেন ফেলেছেন আইডলের তকমা। সর্বশেষ ৪৭ বছরের রাজনীতিতে এখন তিনি পার করছেন সবচেয়ে খারাপ সময়। নিজের আগের একক নেতৃত্বের মসনদ ফিরে পেতে বাড়ি ছেড়ে থাকছেন পৌর ভবনে। ফর্মে ফিরতে ছোটখাটো ইস্যুতেও বিরামহীনভাবে চালাচ্ছেন নানা রাজনীতিক ও সামাজিক কর্মকান্ড। কিন্তু সকল অতীতকে ভেঙ্গে দিয়ে কাদের মির্জার শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে উপজেলা আ.লীগের মূল কমিটির নেতৃবৃন্দ। অপরদিকে, গত শুক্রবার অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক বৃদ্ধকে ঘুষি মারেন কাদের মির্জা। অসহায় বৃদ্ধকে ঘুষি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কাদের মির্জা।

কোম্পানীগঞ্জে আ.লীগের বিবদমান দ্বন্দ্বে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে তিনি নিজেই ফের দলে ফিরে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ