Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝড়লো একই পরিবারের তিনজনের প্রাণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১০:৩৭ এএম

ঈদের কেনাকাটা করে ফেরার সময় রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) রাত পৌ‌নে ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইস‌াহাক শেখ (৩৫) ও তার মে‌য়ে শিখা (১৪)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার প‌থে মারা যান ইস‌াহাকের ছে‌লে আব্দুল মা‌লেক (০৫)। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শে‌খের স্ত্রী। নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শেখের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, রাজবাড়ীর দৌলত‌দিয়া থেকে ছেড়ে আসা মা‌হেন্দ্রা রাত পৌ‌নে ১২টার দি‌কে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গা‌ড়ির সঙ্গে সংঘর্ষে হ‌য়ে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ