Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

২০২১ সালে ৫৪২৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১১ এএম

এ বছর ইসরাইলি সেনাবাহিনী ৫৪২৬ ফিলিস্তিনিকে আটক করেছে বলে বিভিন্ন ফিলিস্তিনি এনজিওগুলো জানিয়েছে। ওই ফিলিস্তিনি এনজিওগুলো আরো বলেছে, ২০২১ সালের প্রথম ছয় মাসে আটক ওই ফিলিস্তিনি বন্দীদের মধ্যে নারী ও শিশুরাও আছে। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা দ্যা কমিশন অব ডিটেইনি অ্যাফেয়ারস, দ্যা ফিলিস্তিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আডডামির প্রিজনার সাপোর্ট, হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ও দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার নামের ফিলিস্তিনি এনজিওগুলো বলেছে, এ বছরের শুরু থেকে ফিলিস্তিনের ৮৫৪ শিশু ও ১০৭ নারীকে আটক করেছে ইসরাইল। মে মাসে সবচেয়ে বেশি ফিলিস্তিনিকে আটক করে ইসরাইল। এ সময় তিন হাজার এক শ’ ফিলিস্তিনিকে ইসরাইলি কারাগারে বন্দী করা হয় বলে জানিয়েছে ওই এনজিওগুলো। ফিলিস্তিনি এনজিওগুলো এক বিবৃতিতে বলেছে, অধিকৃত জেরুসালেম থেকে সবচেয়ে বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। মোট এক হাজার ৬৯৯ ফিলিস্তিনিকে জেরুসালেম থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে বেশির ভাগ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে, বিশেষ করে ইসরাইলের অভ্যন্তরে থাকা আরব শহর ও জেরুসালেম থেকে আটক করা ফিলিস্তিনি বন্দীদের দ্রুত মুক্তি দেয়া হয়েছে। কিন্তু কতজন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে, তা স্পষ্ট করে বলেনি ইসরাইলি কর্তৃপক্ষ। আগের বছরের প্রথম ছয় মাসে ইসরাইলি সেনাবাহিনী যত ফিলিস্তিনিকে আটক করেছে, এ বছরের প্রথম ছয় মাসে তার দ্বিগুণ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে এনজিওগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনজিওগুলোর প্রতিবেদন মতে, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চার হাজার ৮৫০ ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দী অবস্থায় আছেন। মিডল ইস্ট মনিটর। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ