Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

দেশের প্রতিষ্ঠিত মিউজিক প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন বরাবরের মতো এবারের ঈদেও সঙ্গীতশিল্পীদের নতুন গান নিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে। তারকা শিল্পীদের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে সম্ভাবনাময় তরুণদের গান। সব শ্রেণীর শ্রোতা-দর্শকদের কথা চিন্তা করে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে তারা। ঈদ-উল-আজহায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) যেসব গান প্রকাশ করছে তার মধ্যে আছে তপন চৌধুরীর গান ‘খেলাঘর’। তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতায়োজনে গানটি নির্মিত হয়েছে। রয়েছে তরুণ গায়ক মাহতিম সাকিবের ‘মেঘলা কালো চুল’। মাশরিফ আল দ্বীনের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন তাসনুভ বুলেট শুভ। গানটির সুর ও ভিডিও পারিচালনা করেছেন মাহতিম সাকিব নিজেই। বাঁধন গ্রুপের নতুন গান ‘বলে দাও’। গানটির ভিডিও নির্মাণ করেছে দেখো স্টুডিও। রয়েছে কন্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের ‘সোনা বন্ধুরে’। গানটির কথা লিখেছেন যৌথভাবে স্যুপ নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আদিব। কন্ঠশিল্পী জে আলমের নতুন গান ‘প্রথম ছোঁয়া’। প্রদীপ সাহার কথায় গানটিতে সুরারোপ করেছেন অভি আকাশ। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটি প্রকাশিত হবে ২৪ জুলাই। মিলন মাহমুদের গান ‘কেন তার নাম’ প্রকাশিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই প্রকাশিত হবে লুৎফর হাসানের গান ‘অন্য আমি’। ৩০ জুলাই প্রকাশিত হবে কন্ঠশিল্পী টিনা রাসেলের গান ‘পাগলেরই বেশ’। মৌমিতা বড়ুয়ার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের গানটিও থাকছে এই আয়োজনে। গানটি প্রকাশিত হবে ৩১ জুলাই। ঈদ আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার সাঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, করোনার ব্যাপক প্রভাব পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। চলমান এই পরিস্থিতির মধ্যেই পত্রিব ঈদ উল আজহা উদযাপিত হবে। এমন পরিস্থিতিতেও আমরা প্রতিটি উৎসবেই চেষ্টা করেছি আমাদের আয়োজন নিয়মিত রাখার। শ্রোতাদের নির্মল বিনোদনে মন ভালো রাখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ