Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্প্ল্যাশ প্রিমিয়ারে ঈদ আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গান ও নাটক নিয়ে ঈদের আয়োজন করেছে স্প্ল্যাশ প্রিমিয়ার প্রাডাকশন। এ প্রতিষ্ঠানের ব্যানার থেকে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে হালের ক্রেজ গায়ক মাহতিম সাকিবের গানের ভিডিও। ‘কমা দাড়ি’ নামের এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। এছাড়া প্রতিষ্ঠানটি ঈদে দুটি নাটক প্রচারের উদ্যেঠস নিয়েছে। নাটক দুটি হচ্ছে, ভাঙাগড়া ও প্রথম পুরুষ'। ভাঙাগড়া নাটকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সিজার দাশ। একে অভিনয় করেছেন কলকাতার দুই তারকা সুদীপ্তা চক্রবর্তী ও প্রান্তিক ব্যানার্জি। দুজনে এই প্রথম বাংলাদেশি নাটকে জুটি হয়ে কাজ করলেন। প্রথম পুরুষ নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, সেমন্তী সৌমি, সুজন হাবিব, সিয়াম নাসির প্রমুখ। এটি নির্মাণ করেছেন যৌথভাবে হাসানুল হক জ্যাকি ও ইমরান হাসান। গান ও নাটক দুটি ঈদে স্প্ল্যাশ মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ