Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সাউন্ডটেকের ঈদ আয়োজনে থাকবে নতুন গানের সমাহার -সুলতান মাহমুদ বাবুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্রতি ঈদের মত এবার ঈদেও দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মুক্তি দিচ্ছে বেশ কিছু নতুন অডিও সিডি এবং মিউজিক ভিডিও। ইতোমধ্যেই নতুন গান এবং মিউজিক ভিডিও গুলো গানের বাজারে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। এবার ঈদের তালিকায় রয়েছে- এই সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান এবং ভারতীয় শিল্পী পুলক মুচ্ছালের দ্বৈত গান ‘কেনো এতো ভাবছো’। জুলফিকার রাসেলের লেখা কথায় গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। আলোচিত শিল্পী সালমার কণ্ঠে আসছে রোমান্টিক গান ‘তোমায় না দেখিলে’, আহমেদ রিজভীর লেখা গানে এর সুর করেছেন শফিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন রাফী। কাজী শুভ এবং স্বরলিপীর গায়কীতে আসছে আরেকটি নতুন গান। ‘তোর কথা ভাবে মন’, শিরোমানের এই গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর অভি এবং সঙ্গীত পরিচালনা মুসফিক লিটু। এই প্রজন্মের আরেকজন শিল্পী ঐশীর কণ্ঠে আসছে ‘বাস চলবে’ শিরোনামের একটি গান। ইশতিয়াক রুপুর কথাং গানর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনী। সিনিয়র শিল্পী হাসান চৌধুরীর একটি নতুন গান আসছে অনেক দিন পর। ‘কান পাতিয়া শোন’ শীর্ষক এই গানটির কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুর ও সঙ্গীত নূরুল হক। শাওন গানওয়ালার কণ্ঠেও আসছে ঈদের নতুন গান। শুন্যতা শিরোনমের এই গানটি লিখেছেন অরন্য ভৌমিক সুর করেছেন রিমু। ঈদের আয়োজন হিসেবে ইতোমধ্যেই সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে গান গুলো মুক্তি দেয়া হয়েছে। আর ১৫ রোজার পর বাজারে আসবে এই সময়ের আরেক জনপ্রিয় শিল্পী এফ এ সুমনের নতুন গানের মিউজিক ভিডিও ‘আমি যারে ভালবাসি’। এই গানের কথা লিখেছেন আশরাফুল আনোয়ার তরুণ, সুর দিয়েছেন অভি। নতুন শিল্পী বন্যার একটি মিউজিক ভিডিও আসবে ঈদের বাজারে। নতুন এই গানের আয়োজনের বিষয়ে সাউন্ডটেকের এমডি সুলতান মাহমুদ বাবুল বলেন, প্রতি বছরের মত এবারও নতুন নতুন গানে সমৃদ্ধ সাউন্ডটেক। এই সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন আমরা তেমন কিছুগানই ঈদের বাজারে নিয়ে আসছি। একই সঙ্গে মিউজিক ভিডিও গুলোও শ্রোতা দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে তৈরী করা হয়েছে।
ছবিঃ বাবুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ