নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হার, এমন অভিজ্ঞতা কবার আছে অস্ট্রেলিয়ার? ইতিহাস বলছে, চিরপ্রতিদ্ব›দ্বী ইংল্যান্ড এই স্বাদ তিনবার দিয়েছে অস্ট্রেলিয়াকে। শেষটা এসেছে সেই ১৯৩২-৩৩ সিরিজে। ওয়ানডের অভিজ্ঞতা অবশ্য অত পুরোনো নয়। ভারত ও ইংল্যান্ডের কল্যাণে ২০১৭-১৮ মৌসুমেই দুবার এই তিতকুটে স্বাদ পাওয়া হয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু টি-টোয়েন্টি এ বাজে অভিজ্ঞতা ছিল না দলটির। ওয়েস্ট ইন্ডিজের কল্যাণে এবার সে অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতপরশু গেইলরা শেষ টি-টোয়েন্টি জিতে নিয়েছেন ১৬ রানে।
টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে বাকিরা (আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২, গেইল ৭ বলে ২১) আসা-যাওয়া করতে থাকলেও আরেক প্রান্তে ঝড় তুলে যাচ্ছিলেন এভিন লুইস। মাত্র ২৩ বলে ফিফটি করেছেন, শেষমেশ লুইস-ঝড় থেমেছে ৭৯ রানে। ৩৪ বলের এ ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছক্কা ছিল ৯টি। লুইস যতক্ষণ ক্রিজে ছিলেন, ওয়েস্ট ইন্ডিজ অনায়াসে ২০০ পেরিয়ে যাবে, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু শেষমেশ ‘ডেথ ওভার’-এ অ্যান্ড্রু টাইয়ের দুর্দান্ত বোলিংয়ে ২০০ পেরোনো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। নিকোলাস পুরান (১৮ বলে ৩১), আন্দ্রে রাসেল (৩ বলে ১) ও ড্যারেন ব্রাভোরা (৭ বলে ৫) তেমন কিছু করার আগেই তাঁদের ড্রেসিংরুমে ফিরিয়ে দেন টাই (৩-৩৭)। শেষ ৩০ বলে মাত্র ৩০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে ১৯৯ রানে থেমেছে তাদের ইনিংস।
তাড়া করতে নেমে প্রথমে জশ ফিলিপের উইকেট হারালেও দুর্দান্ত ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। এই সিরিজে মিচেল মার্শকে তিন নম্বরে খেলানোর যৌক্তিকতা এই ম্যাচেও প্রমাণিত হয়েছে। মার্শ (১৫ বলে ৩০), মোজেস হেনরিকেস (১৪ বলে ২১) আর অধিনায়ক ফিঞ্চের (২৩ বলে ৩৪) কল্যাণে ৯.২ ওভারেই ৯৫ তুলে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু এই তিনজনকে দুর্দান্ত ফিল্ডিংয়ে আউট করে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে হেইডেন ওয়ালশের বলে ফিঞ্চকে যেভাবে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে এক হাতে মুঠোবন্দী করেছেন ফাবিয়ান অ্যালেন, ক্যাচটা দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। এই তিন আউটের পর আর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
শেষে ম্যাথু ওয়েড (১৮ বলে ২৬), টাই (৮ বলে ১৫) আর মিচেল সোয়েপসন (১২ বলে ১৪) একটু চেষ্টা করলেও তা উইন্ডিজের জয়ের অপেক্ষাই বাড়িয়েছে। ৯ উইকেটে ১৮৩ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ম্যাচসেরা হয়েছেন এভিন লুইস, সিরিজ সেরা হেইডেন ওয়ালশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।