নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উইকেটের সহায়তা নিয়ে এক প্রান্তে আগুন ঝরালেন এনরিক নর্কিয়া। আরেক প্রান্তে টপাটপ উইকেট তুলে নিলেন লুঙ্গি এনগিডি। এ দুই পেসারের বোলিং তোপে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ১১ বছর পর ক্যারিবীয় সফরে গিয়ে প্রথমবারের মতো ১০০ রানের আগেই উইন্ডিজদের গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২৪ রানের মধ্যেই প্রোটিয়াদের ৪ উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গতপরশু সেন্ট লুসিয়ায় টসে জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে ক্রেগ ব্রাথওয়েটের দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজ অভিষিক্ত পেসার জেইডেন সিলস একাই নিয়েছেন ৩ উইকেট। ফলে প্রথম দিনে ৩১ রানের লিড নিয়েছে সফরকারী দলটি।
ব্যাটিং বেছে নিয়ে যেন নিজেদের দুর্দশা ডেকে আনেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। প্রোটিয়াদের হয়ে মাত্র ১৯ রান খরচায় ৫টি উইকেট নিয়েছেন এনগিডি। ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন নর্কিয়া।
রানের খাতা না খুলতেই রোচের বলে আউট হন ডিন এলগার। দলীয় ৩৪ রানে তিন নম্বরে নামা কেগান পিটারসনকে বিদায় করেন সিলস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন মার্করাম। ১১০ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ডুসেন অপরাজিত আছেন ৩৪ রানে। তার সঙ্গে ৪ রান নিয়ে উইকেটে আছেন কুইন্টন ডি কক। ক্যারিবিয়ানদের পক্ষে ৩৪ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন সিলস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।