Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেইসবুকের ভুল তথ্যে মরছে মানুষ : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার হওয়ায় মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে- দেখুন, এই একটা মহামারিতে আমাদের অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না। তারাই মানুষ মারছে।’
করোনার সময় তথ্যের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা গত বছর থেকে শুরু হয়। ফেইসবুক আলাদা প্রোগ্রাম চালু করেছে ভুয়া তথ্য ঠেকাতে। ভ্যাকসিন, করোনা সংক্রান্ত অধিকাংশ পোস্ট আটকে দিচ্ছে তারা।
বাইডেনের অভিযোগ অস্বীকার করে ফেইসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘যে অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই তা নিয়ে আমরা বিচলিত নই। বাস্তবতা হল, ২০০ কোটির বেশি মানুষ ফেইসবুকের মাধ্যমে কভিড-১৯ এবং ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য পেয়েছে। ইন্টারনেটের অন্য কোনো মাধ্যমে এত মানুষ এসব তথ্য পায়নি।’
ওই কর্মকর্তার দাবি, ‘৩৩ লাখের বেশি আমেরিকান আমাদের ভ্যাকসিন ফাইন্ডার টুল ব্যবহার করেছেন। এ পরিসংখ্যানে বোঝা যায়, ফেইসবুক মানুষের কাজ সহজ করেছে, জীবন বাঁচিয়েছে।’
টুইটার এবং ইউটিউব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সূত্র : বিবিসি নিউজ, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ