Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরওয়েতে বলিউড ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত অনন্ত ও বর্ষা

বাংলাদেশের চলচ্চিত্রের নতুন দিগন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যেও মাঝে মাঝে কিছু সুসংবাদ শোনা যায়। কয়েক বছর আগে দেশের জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক এবং বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল তার একটি সিনেমা নিয়ে কানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জানান দেন, আমাদের সিনেমাও আধুনিকায়ন ও প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে নেই। অনন্তর সেই সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে প্রযুক্তির উৎকর্ষের বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরেন। বলার অপেক্ষা রাখে না, আমাদের চলচ্চিত্রে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার অনন্তই প্রথম তার খোঁজ দ্যা সার্চ সিনেমার মাধ্যমে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন, উদ্যোগ এবং সঠিক পরিকল্পনা ও চিন্তা থাকলে আমাদের সিনেমাকেও হলিউড-বলিউডের সমপর্যায়ে নিয়ে যাওয়া যায়। তার প্রতিটি সিনেমায়ই প্রযুক্তির আধুনিক ব্যবহারের বিষয়টি ব্যাপ্তি লাভ করে, যা আজ বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এ ধারাবাহিকতায় অনন্ত জলিল নির্মাণ করেন তার সর্বশেষ সিনেমা দিন দ্য ডে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের সাথে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এ সিনেমায় আধুনিক প্রযুক্তির সব ধরনের সুবিধা ব্যবহার করা হয়েছে। শত কোটি টাকার বাজেটের সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দেশে তো বটেই বিশ্বের চলচ্চিত্রামোদিদের মধ্যেও আলোচিত হচ্ছে। ফলে সিনেমাটি আমন্ত্রিত হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় ও মর্যাদার বডিউড ফিল্ম ফেস্টিভ্যালে। ফিল্ম ফেস্টিভ্যালটি এ বছর সেপ্টেম্বরের ১০ থেকে ১৬ তারিখ নরওয়েতে অনুষ্ঠিত হবে। এটি উৎসবের ১৯তম আসর। যেখানে অংশগ্রহণ করবে বলিউডের প্রখ্যাত তারকা, নির্মাতাসহ বিশ্বের বিভিন্ন ভাষার সিনেমা, তারকা এবং নির্মাতা। এই উৎসব হবে স্কেন্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। এত বড় উৎসব দেশগুলোর মধ্যে এর আগে হয়নি। বাংলাদেশসহ এশিয়ার চলচ্চিত্রকে বিশ্বদরবারে পরিচিত করে দেয়ার জন্যই এবারের আসর নরওয়েতে আয়োজন করা হচ্ছে। ফেস্টিভ্যালটি এতদিন শুধু বলিউড কেন্দ্রিক থাকলেও প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাকে আমন্ত্রণ জানিয়েছে। অনন্তর দিন দ্য ডে সিনেমাটি ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। সিনেমাটির দুই সুপারস্টার অনন্ত, বর্ষা এবং সিনেমাটির পরিচালক মোরেৎজা আতাশজমজম সিনেমাটি নিয়ে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। আমন্ত্রণ পত্রে উৎসবের পরিচালক নসরুল্লাহ কোরেশী অনন্তকে উদ্দেশ্য করে বলেন, আমরা অত্যন্ত আগ্রহ এবং উৎসাহ নিয়ে আপনার সিনেমাটি দেখা এবং প্রদর্শনের জন্য অধীর অপেক্ষায় আছি। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের যে আপনার সিনেমাটি আমরা প্রদর্শন করতে পারব। আমরা আশা করি, আপনার চলচ্চিত্রটি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে। বলিউড ফিল্ম ফেস্টিভ্যালে অনন্ত, বর্ষা এবং তাদের সিনেমা দিন দ্য ডে’র অংশগ্রহণ নিঃসন্দেহে দেশের চলচ্চিত্রের জন্য মাইলফলক হয়ে থাকবে। বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার মধ্যে এই সিনেমাটি যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে, তাতে সন্দেহ নেই। এর মাধ্যমে বাংলাদেশেও যে বিশ্বমানের সিনেমা নির্মিত হয়, তা বিশ্বের তাবৎ নির্মাতা, তারকা ও কলাকুশলীরা দেখতে ও জানতে পারবে। এদিকে অনন্ত জানান, নরওয়েতে তারা উৎসবে অংশগ্রহণের পাশাপাশি তার নতুন সিনেমা ‘দ্য লাস্ট হোপ’-এর পরিকল্পনা নিয়ে পাকিস্তান, নরওয়ে ও চীনের নির্মাতাদের সঙ্গে বৈঠক করবেন। সিনেমাটি এই তিন দেশ যৌথভাবে পরিচালনা ও প্রযোজনা করবে। এতে মূল নায়ক-নায়িকা হিসেবে থাকবেন অনন্ত ও বর্ষা। পাশাপাশি তিন দেশের অভিনেতা-অভিনেত্রীরাও অভিনয় করবেন। সিনেমাটির শুটিং হবে ইউরোপ, দুবাইসহ বিভিন্ন দেশে। করোনার প্রকোপ কিছুটা কমলেই সিনেমাটির শুটিং শুরু হবে। দিন দ্য ডে মুক্তির ব্যাপারে অনন্ত জানান, করোনার যে পরিস্থিতি তাতে সিনেমাটি এখন মুক্তি দেয়ার পরিকল্পনা নেই। পরিস্থিতির উন্নতি হলেই মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দেয়া হবে না। কারণ, সালমান খানের সিনেমা মুক্তির পরপরই তা পাইরেটেড হয়ে যায়। সময় একটু বেশি লাগলেও সিনেমা হলেই আমরা সিনেমাটি মুক্তি দেব। তিনি বলেন, এ সিনেমা সবসময়ের জন্য। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়। ফলে যেকোনো সময় মুক্তি দিতে সমস্যা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ