মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। ইসরাইলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেইতা শহরে ইসরাইলিদের অবৈধ ভূমি দখলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। তাদের দাবি, অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করা হয়েছে। ফিলিস্তিনিদের শুক্রবারের বিক্ষোভে চড়াও হয় ইসরাইলি বাহিনী। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে প্রতিহতের চেষ্টা করেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের দাবি, প্রতিবাদ না করলে ইসরাইলি বাহিনীর আগ্রাসন আরও বাড়বে। ২০১৩ সালে ফিলিস্তিনিদের হাতে এভিয়াতার নামে এক ইসরাইলি নিহতের পর পশ্চিম তীরের ওই অঞ্চলটির নামকরণ করা হয় সেই ইসরাইলির নামে। এরপর থেকে ইসরাইলের মদদে ওই অঞ্চলে ভূমি দখল সম্প্রসারণ শুরু করে ইহুদিরা। দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সাধারণ ফিলিস্তিনিরা। গত কয়েক সপ্তাহে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হন। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।