Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শিথিল লকডাউনে খুলনায় যানজট

রাত অবধি বিপনীবিতানে উপচে পড়া ভীড়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১০:৪২ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে দোকানপাট-মার্কেট, গণপরিবহণ চালু হয়েছে। বহুদিন পর স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। স্বাভাবিক জীবনে ফেরার প্রথম দিনে দুর্ভোগও সঙ্গী হয়েছে নগরবাসীর। বহু মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরিয়েছেন, বিনা প্রয়োজনেও বের হয়েছেন। তাই শহর ছিল কোলাহলপূর্ণ।

সকাল থেকেই বিভাগীয় শহর খুলনার বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। ঈদুল আজহা সামনে রেখে বুধবার মধ্যরাত থেকে সর্বাত্মক লকডাউন শিথিলের আদেশ কার্যকর হয়। বিধিনিষেধ তুলে নেয়ায় চিরচেনা রূপে দেখা ফিরেছে শহর। নগরীর পিকচার প্যালেস মোড়, শিববাড়ী মোড়, ফেরীঘাট মোড়, সিমেট্টি রোড, খুলনা সদর থানা মোড়, ক্লে রোড, কে.ডি ঘোষ রোড, লোয়ার যশোর রোড, শিববাড়ী মোড়, নিউমার্কেট এলাকা, মজিদ সরণিসহ শহরের ব্যস্ততম সড়ক ও জনবহুল এলাকাগুলো ছিল জনাকীর্ণ। সড়কে মোটরসাইকেল, ইজিবাইক, রিকশা, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি ছিল খুলনার চিরায়ত দৃশ্যপটের যেন পুনরাবৃত্তি।

অন্যদিকে, খুলনা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে দেখা গেছে। কোনো কোনো বাসে অবশ্য এর চেয়ে বেশি যাত্রী ছিল। বেশিরভাগ মানুষ মাস্ক পরা থাকলেও কোথাও কোথাও এর ব্যত্যয়ও দেখা গেছে। তবে শারীরিক সুরক্ষা দূরত্বের লেশমাত্র ছিল না কোথাও। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার ৮ দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। গত ১ জুলাই এ বিধিনিষেধ জারি করা হয়েছিল। ফলে গণপরিবহন, অফিস-আদালত বন্ধ হয়ে যায়। আজ থেকে তা আবার শুরু হলো। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ