Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজধানীতে বাসায় অগ্নিকান্ডে দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদের করাতিটোলার একটি টিনশেড বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন জন দগ্ধ হয়েছেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধ অবস্থায় তিন জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়। আহতরা হলেন- মো. রাজু (৬০), শাহজাহান (৫৪) ও মো. জয়নাল আবেদীন (৬২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, যাত্রাবাড়ীর সায়দাবাদ থেকে বুধবার রাত দেড়টার দিকে আমাদের এখানে তিন জন দগ্ধ হয়ে এসেছেন। পরে তাদের আইসিইউতে পাঠানো হয়। আহত শাজাহানের দেহের ৪৫ শতাংশ, রাজুর ১৭ শতাংশ ও জয়নাল আবেদীনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।

উদ্ধারকারী আলমগীর জানান, সায়দাবাদের ৫৫ করাতিটোলা ৭৩/২ নম্বর সাহেব আলীর টিনশেড বাসায় আগুনে দগ্ধ হন এই তিন জন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটেছে বলে আমাদের ধারণা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ