Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনার প্রশ্ন

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার মুখের উপরিভাগে অনেক ছোট ছোট দানা উঠেছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কাজ হয়নি। আমি আপনার মাধ্যমে দ্রুত সেরে উঠতে চাই।
-রুমা। চামেলীবাগ। ঢাকা।

উত্তর : আপনার মুখের রোগটি সম্ভবত “সিরিনগোমা”। এটি একটি জটিল ত্বক-সমস্যা। তবে কসমেটিক শল্য চিকিৎসার মাধ্যমে একটি নির্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। প্রায় দু’বৎসর যাবত আমি সহবাসে অক্ষম। আমার লিঙ্গের উত্থান হচ্ছে না। এতে আমি বেশ লজ্জিত। তাই দ্রুত আমি সেরে উঠতে চাই।
রফিক। কামরাঙ্গীরচর। ঢাকা।

উত্তর : আপনার বয়স তেমন বেশী নয়। আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। এ জন্য ভাবনা কেন? আপনার রক্তে সেক্স-হরমোন এনালাইসিস করে চিকিৎসা নিলে সমস্যাটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৯। ইতোমধ্যে আমার মাথায় টাক পড়েছে। আমার মাথায় চুল গজানো সম্ভব?
-স্বপন। মীরপুর। ঢাকা।

উত্তর : “টাক্ মাথায় চুল গজায়”। বর্তমানে এটি বাস্তব সত্য। কারণ কসমেটিক পিআরপি থেরাপি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই টাক মাথায় চুল গজাতে সক্ষম।

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৫৩। আমার পায়ের দুই আঙ্গুলের ফাঁকে ঘা হয়েছে। ডাক্তার চিকিৎসা করেছেন। কিন্তু ভালো হয়নি। আমি সঠিক চিকিৎসা চাই।
-সুরাইয়া বেগম। কুষ্টিয়া।

উত্তর : আপনার পায়ের রোগটির নাম “ইন্টারট্রাইগো”। সঠিক চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ে আপনার রোগটি নির্মূল করা সম্ভব।

ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন