মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনকে ঘিরে সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিকল্পনা আপাতত ইসরাইল বিবেচনা করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
যদিও জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য তাগাদা দিয়ে থাকে। তবে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড বলেন, ‘এটা সবাই জানেন, আমি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এ জন্য কোনো পরিকল্পনা আপাতত আমাদের হাতে নেই।
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সেটিকে অবশ্যই শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক হতে হবে। আমরা কোনোভাবেই ইসরাইলিদের জীবনের জন্য নতুন করে কোনো হুমকি তৈরির অংশ হতে পারি না।’ তিনি দাবি করেন, তার দেশ আরব বিশ্বে নতুন ধরনের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ‘ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা প্রদানসহ সম্ভাব্য যা করার, আমরা করব।’হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।