Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ব্রেইন স্ট্রোকে মারা গেলেন সাংবাদিক লুৎফুল হায়দার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৭:১৬ পিএম

দৈনিক এই বাংলা পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মো. লুৎফুল হায়দার ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে থেকে ঢাকা নেওয়ার পথে সোনাইমুড়ীতে তার মৃত্যু হয়। নিহতের মামা লাবলু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ব্রেইন স্ট্রোক করেন। রাতেই তাকে নোয়াখালীর গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাতভর ডাক্তার না থাকায় সকালে বাধ্য হয়েই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে সোনাইমুড়ীতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও ২ শিশুকন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মরহুম পিতা আবুল খায়ের ছিলেন জেলা প্রশাসনের অবসর প্রাপ্ত সার্ভেয়ার। আজ বাদ আসর নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মাইজদী গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ