বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে ১ শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৭৬ জন। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মারা গেছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।
লক্ষ্মীপুর জেলা এ পর্যন্ত ৩৮৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫৯ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮ জন।
সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। ৩৫ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন, কোভিড দ্রুত বাড়ছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে আর জনগণকে সচেতন করা, স্বাস্থ্য কেউ যাতে ভঙ্গ না করে সরকারের চলমান লকডাউন যথাযথ ভাবে পালন করে তার জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।