বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কালি পটকা জব্দ করা হয়েছে। আসন্ন হিন্দু সম্প্রদায়ের কালিপুজা উপলক্ষে বিক্রি করতে চোরা পথে ভারত থেকে পটকাগুলো আনা হয়েছিল। পূজার উৎসব আনন্দে বিকট শব্দে এ পটকা ফোটানো হয়ে থাকে, যদিও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ কমিশনার শাহজাহান শেখ পিপিএম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন ষ্টেশন রোডস্থ নিউ জেবা কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন মোঃ সম্রাট মৃধাকে (২২) আটক করে। এসময় তার কাছে থাকা একটি বড় প্যাকেটে ৬০ প্যাকেটে ৩০০০ হাজার পিস কালি পটকা জব্দ করা হয়। সম্রাট মৃধা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরী এলাকায় ভারতের তৈরী কালি পটকা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।