Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে তৈরি টিকা নেয়ায় বিমানে উঠতে দেয়া হলো না দম্পতিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৫:১৩ পিএম

ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেয়ায় এক দম্পতিকে বিমানে উঠতে দেয়া হলো না। তারা মাল্টায় ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও উদ্বেগ প্রকাশ করেছেন যে, তাদের ৫০ লাখ নাগরিক ইউরোপে ছুটি কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন কারন তাদের নেয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতীয় তৈরি। এটি ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট স্কিম দ্বারা স্বীকৃত নয়। সমস্যা হচ্ছে শুধুমাত্র সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন নিয়ে। এটি অ্যাস্ট্রাজেনেকারই ভারতে তৈরি সংস্করণ। অ্যাস্ট্রাজেনেকার মতো একই ফমুর্লায় তৈরি হলেও এটি এটি ইউরোপের নিয়ামক কর্তৃক অনুমোদিত নয় এবং তাই ইইউ দ্বারা স্বীকৃত নয়।

এর আগে ভারতে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, তিনি ‘অত্যন্ত আত্মবিশ্বাসী’ যে কোভিশিল্ড কোনও সমস্যা সৃষ্টি করবে না। তবে স্টিভ (৬৪) এবং গ্লেন্ডা হার্ডি (৬৩) দম্পতি জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে মাল্টা যাওয়ার জন্য বিমানে উঠার সময় তাদেরকে ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়। গত মার্চ মাসে তারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ভারতীয় উৎপাদিত ডোজ গ্রহণ করেছিলেন। সূত্র : এক্সামিনার লাইভ।



 

Show all comments
  • Abul Kashem ১৪ জুলাই, ২০২১, ৯:৩৯ পিএম says : 0
    Be very careful of Indian vaccines. Like other Indian made products this Vaccine is 75% harmful to humans. No there country other than Bangladesh has approved this vaccine.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ